বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব মোল্লাহাট চত্বরে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার আয়োজনে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ মেহফুজ রচা।
আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, থানা পুলিশের প্রতিনিধি এস আই মঞ্জুরুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী সদস্য এস এম মিজানুর রহমান, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু, শিশু কিশোর কিশোরী কার্যালয়ের সভাপতি সজীব কুমার সরকার, সাংবাদিক পার্থ রায় ও সৌরভ কুমার মধূ প্রমূখ।
মোল্লাহাট প্রতিনিধিঃ সৌরভ কুমার।