হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর সত্য নয়

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ২ ঘন্টা আগে

হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর সত্য নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছিল যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ‘নিউজ কনফার্ম মা*রা গেছে হাসনাত আব্দুল্লাহ ভিডিও দেখুন কমেন্টে’ শীর্ষক পোস্ট দেওয়া হয়েছিল। তবে রিউমার স্ক্যানার বাংলাদেশ এই তথ্যের সত্যতা অস্বীকার করেছে এবং জানিয়েছে যে, এটি সম্পূর্ণ মিথ্যা।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল, তবে এতে তিনি গুরুতর আহত হলেও মৃত্যুর খবরটি সত্য নয়। গণমাধ্যমেও তার মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গাজীপুরের পুলিশ কমিশনার জানিয়েছেন, ৪ মে সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফেরার সময় যানজটে আটকে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে তার হাতে আঘাত লেগেছিল এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। তবে এতে তার মৃত্যুর কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া, এই মিথ্যা খবরটি প্রচার করা হয়েছিল একটি ব্লগস্পট সাইট থেকে, যা রিউমার স্ক্যানারের তদন্তে একটি ভূঁইফোড় সাইট হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে, ‘হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন’ শীর্ষক তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news