সাবেক এমপি আব্দুল মালেক সাহেবের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী

সরিষাবাড়ি প্রতিনিধি

সরিষাবাড়ি প্রতিনিধি

১৯ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

সাবেক এমপি আব্দুল মালেক সাহেবের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক দীর্ঘ ৪৮ বৎসরের সভাপতি, সাবেক এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সাহেবের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী আজ।

জানা যায়, ২০১৬ইং সালে ১৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আব্দুল মালেক ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেন।

আজ বুধবার (১৯.১.২০২২) তার ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসুচির মধ্যদিয়ে স্মরণসভার আয়োজন করেছেন। এ সময় দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডঃ মুরাদ হাসান পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ বিষয়ে তার মেয়ে বাংলাদেশ সচিবালয়ের সাবেক সিভিল সার্জন ডক্টর রুকসানা আজিম বলেন আপনারা এখানে উপস্থিত থাকার জন্য আমরা কৃতজ্ঞ।

আমার পিতার আত্মার মাগফেরাত কামনা করি। আমার বাবা পার্লামেন্টের সংসদ সদস্য ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান ও ছিলেন। আমার পিতা গণমানুষের একজন নেতা ছিলেন। তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news