মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-রুট এখন বঙ্গবন্ধু ক্যানেল

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১৯ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-রুট এখন বঙ্গবন্ধু ক্যানেল
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

দেশের আন্তর্জাতিক নৌ-প্রটোকল রুট মোংলা ঘষিয়াখালী চ্যানেলের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী (বিএমজি) ক্যানেল’নামকরণ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে নাম পরিবর্তনের এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের উপ সহকারি প্রকৌশলী (ড্রেজিং) মোঃ আনিচ্ছুজামান রকি জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত মোংলা-ঘষিয়াখালী চ্যানেলকে ‘বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী (বিএমজি) ক্যানেল’ নামে রুপান্তরিত করা হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন দেশের নদী পথের গুরুত্ব বিবেচনায় মোংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করেছিলেন। নাব্যতা সংকটের কারণে চ্যানেলটি ২০১০ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত বন্ধ থাকে। পরে মোংলা বন্দরকে সচল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চ্যানেলটি নাব্যতা রক্ষায় ২০১৫ সালের ৩ অক্টোবর ক্যাপিটাল ড্রেজিং দিয়ে খনন শুরু হয়। ২০১৬ সালের ২৭ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌযান চলাচলে চ্যানেলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পত্রিকা একাত্তর/ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news