প্রবাসীর স্ত্রীকে নিয়ে সাবেক মেম্বার শফিকুল লাপাত্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে

প্রবাসীর স্ত্রীকে নিয়ে সাবেক মেম্বার শফিকুল লাপাত্তা

টাঙ্গাই‌লের দেলদুয়ার উপ‌জেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রা‌মের সা‌বেক ইউপি সদস্য শ‌ফিকুল ইসলাম, একই গ্রা‌মের মাল‌য়ে‌শিয়া প্রবাসী মুক্তার আলীর সুন্দরী স্ত্রী‌ লি‌পি আক্তারকে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে।

এর আগেও সা‌বেক এই মেম্বার মুক্তার আলীর বড় ভাই আবুবকর সি‌দ্দিকীর স্ত্রী‌কে নি‌য়ে পা‌লি‌য়ে বি‌য়ে ক‌রে‌ছি‌লো। বছর না ঘুর‌তেই তার সা‌থে ছাড়াছা‌ড়ি হ‌লে, সন্তা‌নের মু‌খের দি‌কে তা‌কি‌য়ে সেই বউ‌কে মে‌নে নি‌য়ে সংসার ক‌রেন আবুবকর।

জানা যায়, গত রোববার রা‌তে প্রবাসীর স্ত্রী লি‌পি আক্তার‌কে নি‌য়ে পা‌লি‌য়ে যায় শ‌ফিকুল মেম্বার। লি‌পি আক্তা‌রের এক‌টি ছে‌লে ও এক‌টি মে‌য়ে র‌য়ে‌ছে। তারা দুজ‌নেই প‌লি‌টেক‌নিক ইন্স‌টি‌টিউ‌টে পড়া‌শোনা কর‌ছে।

অন্য‌দি‌কে শ‌ফিকুল মেম্বা‌রের স্ত্রী ও তিন‌টি সন্তান র‌য়ে‌ছে। স্থা‌নিয়রা জা‌নি‌য়ে‌ছে শ‌ফিকুল মেম্বার মাদক চোরাচালা‌নসহ বি‌ভিন্ন অ‌নৈ‌তিক কা‌জের সা‌থে যুক্ত র‌য়ে‌ছে। এবার তি‌নি ইউ পি সদস্য প‌দে নির্বাচন ক‌রে পরা‌জিত হ‌য়ে‌ছে এবং লি‌পি আক্তার সংর‌ক্ষিত নারী ইউপি সদস্য প‌দে নির্বাচন ক‌রে তি‌নিও পরা‌জিত হন।

প্রবাসীর স্ত্রী‌কে নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার ঘটনায় দেলদুয়ার থানায় এক‌টি জি‌ডি করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মোঃ সোহাগ হাওলাদার: বার্তা কক্ষ থেকে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news