বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ

২৬ জানুয়ারী, ২০২২, ৩ years আগে

বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার

বাকেরগঞ্জে ভ্রাম্রমান আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে। গত প্রায় পৌনে ১মাস ধরে প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো স্থানে স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন ইস্যুতে পরিচালিত হচ্ছে ভ্রাম্রমান আদালত। এর আগেও বিভিন্ন ইস্যুতে ভ্রাম্যান আদালত পরিচালিত হয়েছে। তবে বর্তমানে পরিধি বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

বাকেরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এর নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

আজ ২৬ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। যথাযথভাবে স্বাস্থ্যবিধি রক্ষাকল্পে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাস্ক ব্যবহারে উদাসীনতার দায়ে ওষুধ ব্যবসায়ি রফিকুল ইসলামের নিকট হতে ২হাজার, চায়ের দোকানী মোশাররফের নিকট হতে ২শ টাকা এবং এক পথচারী ও এক মোটসাইকেল আরোহীসহ প্রায় ৪জনের নিকট হতে মোট ২হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক জানান, এর আগে উপজেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে করাতকল, অবৈধ ইটভাটার মালিকদের জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news