অতঃপর!!!
মোঃ রবিউল ইসলাম জুয়েল
খয়ের খা নরাধম বলো যারে,
ভেবেছো কি মানুষ লুকিয়ে
আছে তার অন্তরে।
ইচড়ে পাকা লোকটিকে যারা
বলছে নানান বাক্য,
জ্ঞান গর্ভ তারই আছে
আছে নানান স্বাক্ষ্য।
মন্দ যাকে বলছি আমরা
বিচার কি তার জানি?
এ জগতে অমানুষ বলে
টানছে জেলের ঘানি।
দিচ্ছে যারা জেলের বিচার
তারাও আছে জেলে,
সদানন্দের সত্য বানী
সদায় বলে চলে।
সুখের লাগি কস্ট করে
কৃষক জেলে কামার,
তাই বলে কি কস্ট হীনে
বাঁধবে বসত ঘর।
আপনারে যে করিতে মঙ্গল
করিছে ত্যাগ পুঁজি,
ভাবিয়া দেখিও তোমার লাগি
নস্ট যে তার রুজি।
আপন ভাবিয়া দিচ্ছো যারে
সুখের স্বপ্ন বুনে,
মিথ্যা ভাবিয়া তোমাকে সে রোজ
গালিছে দিন গুনে।
ভাবছো তুমি মিথ্যা সবই
সত্য কেবল ধরা,
জগৎ জুড়ে সত্য কেবলি
হয়েছে জ্বীর্ণ জ্বরা।
ভালোর লাগি ধরিছে লগি
তরী ডুবার ভয়ে,
তবুও জীবন কাটিছে যে তার
মিথ্যা অপমানে।
আপনার মতামত লিখুন :