এসেছে বসন্ত


জেলা প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশের সময় : ১৩/০২/২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ /
এসেছে বসন্ত

এসেছে বসন্ত

মোঃ রবিউল ইসলাম জুয়েল

এসেছে বসন্ত
মনে লাগে দোলা
আনন্দে আনন্দে
হয়েছে পথ ভোলা
এসেছে বসন্ত।

আজি কোকিল ডাকে
নিঝুম কোন বাকে
কাদিতে রজনী
কেন মনো হাকে।
এসেছে বসন্ত।

আজি ডানা মেলে
মনো চাহে যেতে
পারাপারে সখি
মাঝিরও সাথে
এসেছে বসন্ত।

রবে ধরা হেথা
রবে কিছু কথা
রবে কিছু গান
মন করে আন চান
এসেছে বসন্ত।

হৃদয়ও কুসুমে
বাজনা বাজে থেমে
কেন যে হেরিনু
কিশোরও কাননে।
এসেছে বসন্ত।

দুর কোন পথে
চড়িতে যে রথে
প্রান চাহে আজি
কাঁটে ফুলও সাথে
এসেছে বসন্ত।

পত্রিকা একাত্তর/ মাহফুজুর রহমান