পরী

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

১৫ জুলাই, ২০২২, ২ years আগে

পরী

আজ আকাশের ঐ পরী

পরেছে সাদা শাড়ী

বসে আছে বটমূলে

আরও পড়ুনঃ  ঈদ-উল আযহা

মুখে হাসির সূরলহরী।

দেখে যেন মনে হয় চিনি তাহারে

দুচোখ ভরা মায়া তার টানে আমারে।।

দূর তেকে চায়া হরীণ ডাকে আহারে

ঐ দুটি চোখ যদি দিত আমারে।

আরও পড়ুনঃ  বাবা

ধন্য হত জীবন আমার ভূবনো তরে।।

চুল গুলো তার

কাল মেঘ মানে হার।

ময়ুর পঙ্কি বলে ফেলে দীর্ঘ শ্বাস

আমার পালক চাইনেতো আর পেলে

ঐ কেশের আস।।

চাঁদ বলে সব আলো তুমি নিয়ে যাও

কপালের ঐ কালো টিপ আমায় দিয়ে দাও।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news