নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, নন্দিগ্রাম

২১ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে

নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

বগুড়ার নন্দীগ্রামে আগামী ২৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে আলোচনা সভা করেছে পৌর আওয়ামী লীগ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তার হোসেন বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র শাহেরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যথাক্রমে মাহাবুর রহমান বিপুল, ফেরদৌস আলী, আব্দুস সামাদ, আব্দুল মান্নান, শাজাহান আলী, আব্দুল আজিজ, আয়নাল হক, শাহজাহান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে রাজু আহমেদ, লাদু মিয়া, এনামুল হক, আব্দুল ওয়াহাব, আব্দুল খালেক, আফতাব আলী, মামুনুর রশিদ, মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান বাবলু, ইব্রাহিম আলী, আব্দুর রাজ্জাক খোকা মন্ডল, হযরত আলী, ধিরেন চন্দ্র, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আরাফাত রাজ, তাঁতী লীগের সাবেক সভাপতি আবু নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/আব্দুল আহাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news