ডোমারে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সানবীম


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২০/০৫/২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ /
ডোমারে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সানবীম

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলার আওতাধীন ডোমার উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জাবেদুল ইসলাম সানবীম।

শুক্রবার (১৯শে মে) সন্ধ্যায় ডোমার ডাকবাংলো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি সভায় নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীর উপস্থিতিতে দায়িত্ব উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জাবেদুল ইসলাম সানবীমকে দায়িত্ব তুলে দেওয়া হয়।

এবিষয়ে নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল বলেন, ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার গত জুলাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হলে তিনি পদত্যাগ করেন। তাই, সাংগঠনিক নিয়ম অনুযায়ী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবীমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবং সদ্য সাবেক সভাপতি আব্দুল মালেক সরকারকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে অধিষ্ঠিত করা হয়েছে।

দায়িত্ব হস্তান্তর কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মুক্তি, মোঃ আশরাফুল ইসলাম জুয়েল, মোঃ আব্দুল মালেক সরকার, দপ্তর সম্পাদক রওশন ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি মোঃ এমদাদুল হক মাসুম, মিজানুর রহমান সোহাগ, দেবব্রত রায় তপু প্রমূখ।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া জাবেদুল ইসলাম সানবীম জানান, সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মহোদয় পদত্যাগ করায় সহ-সভাপতি গণের মধ্যে ধারাক্রম অনুযায়ী প্রথম ব্যক্তিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আমাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো। নতুনভাবে ঢেলে সাজাতে সকলের পরামর্শক্রমে ঐক্যবদ্ধতার সাথে কাজ করা আমাদের মূল চ্যালেঞ্জ।

উল্লেখ্য, গতবছরের ৩১শে জুলাই অনুষ্ঠিত ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।

প্রসঙ্গতঃ ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জাবেদুল ইসলাম সানবীম ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাশেদুজ্জামান রাশেদ দায়িত্ব পালন করবেন।

পত্রিকা একাত্তর/ রিশাদ