সোনাইমুড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : ২২/০৫/২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ /
সোনাইমুড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে সোনাইমুড়ী উপজেলার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২মে) ২৩ তারিখ সোমবার বেলা১১টায়) সোনাইমুড়ী কলেজ মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা, কর্মীরা সোনাইমুড়ী কলেজ মাঠে মিছিল নিয়ে উপস্থিত হয়,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবুর নেতৃত্বে সোনাইমুড়ী কলেজ মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাইমুড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক্সিম ব্যেংকের নিচে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ দুলাল, কাউন্সিল লাতু, মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান খলিল যুগ্ম আহবায়ক ফরহাদ, নিজাম উদ্দিন নান্নু, সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দিলদার হোসেন নোবেল যুগ্ম আহবায়ক নুর উদ্দিন শামিম, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাজারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সংগঠনের নেতা কর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কতৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান। তারা বলেন বিএনপি আন্দোলনে ব্যার্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।

এই হুমকি নিছক কোন ঘটনা নয় এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু বলেন শেখ হাসিনা আন্দোলন সংগ্রামের মধ্যেদিয়ে বেড়ে উঠা এক নেতৃত্বের নাম যার প্রশংসা করে বিশ্ব রাজনীতির নেতার শেখ হাসিনার লক্ষ লক্ষ নেতা কর্মীরা এমন দূসাহসের জবাব দিতে রাজপথে প্রস্তুত আছে এমন সাহস যেন বাংলাদেশের মাটিতে আর কাউ না করে তার হুশিয়ারী উচ্চারণ করেন। অবিলম্বে আবু সাঈদ চাঁদকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সকল নেতা কর্মীরা।

পত্রিকা একাত্তর/শাহাদাত হোসেন