পুলিশের বাধা উপেক্ষা করে চরপার্বতীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

২ এপ্রিল, ২০২২, ২ years আগে

পুলিশের বাধা উপেক্ষা করে চরপার্বতীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীর চৌধুরীহাটে,চরপার্বতী ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকাল ৪ টার সময় চৌধুরীহাট বাজারে চরপার্বতী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মহি উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এই সময় কর্মীরা অভিযোগ করেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমনের নেতৃত্বে চৌধুরীহাটে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করে, কমিউনিটি সেন্টারের ভিতরে এবং বাহিরে তারা ঘিরে রাখে, এমতো অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়, এবং উপস্থিত অত্র এলাকার নেতাকর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কিও হয়েছে, পুলিশের সকল বাধা উপেক্ষা করেও সভা শেষ করি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। বিশেষ অতিথি ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক শওকত হোসেন সগীর, উপজেলা বিএনপির সদস্য মানছুরুল হক বাবর।

উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,বসুরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, বসুরহাট সারকারী মুজিব কলেজ ছাত্রদলেরর সদস্য সচিব জহিরুল ইসলাম সাইমুন প্রমুখ।

পত্রিকা একাত্তর/ আবু সাঈদ শাকিল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news