“বিশেষ এলাকার উন্নয়ন সহয়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যাতিত)” শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যানের মধ্যে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিরন চন্দ্র বর্মন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা, উচ্চ মাধ্যমিকের ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৬০০ টাকা করে মোট ১৭৫ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং ৩০ জন মেয়েকে বাইসাইকেল দেওয়া হয়।
শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে ।
পত্রিকা একাত্তর / মনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :