শেরপুর বিএনপির সম্মেলনে বাবলু-মিন্টু প্যানেল বিজয়ী

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২, ২ years আগে

শেরপুর বিএনপির সম্মেলনে বাবলু-মিন্টু প্যানেল বিজয়ী

শেরপুর উপজেলা বিএনপির সম্মেলনে বাবলু -মিন্টু প্যানেল ৪ টি পদেই বিজয়ী হয়েছে।দীর্ঘ ১৪ বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুর উপজেলা বিএনপির সম্মেলন ৩০ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপল ব্যালেটের মাধ্যমে সভাপতি পদে শহিদুল ইসলাম বাবলু (আনারস) পান ৩৯০ ভোট। তার প্রতিদ্বন্দী শাহ আলম পান্না (ঘড়ি) পান ২৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম মিন্টু (ফুটবল) পান ৪৪৮ ভোট। তার প্রতিদ্বন্দী শফিকুল ইসলাম আরফান (মোটর সাইকেল) পান ১৬০ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক এর ২টি পদে ৩৮৮ ভোট পেয়ে আব্দুল মোমিন ও ৩৩৮ ভোট পেয়ে শফিকুল ইসলাম এ পদে নিকটতম প্রতিদ্বন্দী হাসানুল মারুফ শিমুল পান ২১১ ভোট ও আরিফুর রহমান মিলন পান ২০২ ভোট নির্বাচিত হয়েছেন।

পত্রিকাএকাত্তর /মাসুম বিল্লাহ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news