সিংগাপুর প্রেসিডেন্টস এওয়ার্ড উপলক্ষে বিডিচ্যামের পক্ষ থেকে নাজমুল খানকে সংবর্ধনা


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৫/১১/২০২২, ১১:৫৫ পূর্বাহ্ণ / ১৫৯
সিংগাপুর প্রেসিডেন্টস এওয়ার্ড উপলক্ষে বিডিচ্যামের পক্ষ থেকে নাজমুল খানকে সংবর্ধনা

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) এর উদ্যোগে রাষ্ট্রপতি এওয়ার্ড অর্জন উপলক্ষে নাজমুল খানের জন্য সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার (০৪ নভেম্বর ২০২২) স্থানীয় সময় সন্ধা ৭ঃ৩০ মিনিটে এই অনুষ্ঠানের শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুরের মাননীয় সভাপতি জনাব মোঃ সাহেদুজ্জামান ও সাধারণ সম্পাদক আসাদ মামুন ।

সভাপতির সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। তারপরে রাষ্ট্রপতি এওয়ার্ড অর্জনকারী জনাব নাজমুল খান তার বক্তব্যে এওয়ার্ড অর্জনের চ্যালেন্জ এবং কমিউনিটিতে তার কাজের অভিজ্ঞতা তুলে ধরেন । তিনি সকলকে লোকাল কমিউনিটি এবং মাইগ্রেনট কমিউনিটি নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ তাদের মধ্যে ছিলেন জনাব মাইকেল চিয়া – এক্সিকিউটিভ ডাইরেক্টর, হেলথ; জনাব সোলায়মান সুখন – মোটিভেশনাল স্পিকার, পরিচালক নগদ; সেলাপ্পান সংকরানদান – চেয়ারম্যান লিসা; সিরাজ সালমান- ভাইস চেয়ারম্যান, জামিয়া সিঙ্গাপুর; খায়ের বাহরিন- সাধারন সম্পাদক, জামিয়া সিঙ্গাপুর; মাহমুদ আহমেদ – কর্পোরেট প্লানিং, জামিয়া সিঙ্গাপুর। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের লোকাল কমিউনিটির নেতৃবন্দসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জনাব সাহিদুজ্জামান বলেন তিনি তার সর্বোচ্চ দিয়ে লোকাল ও মাইগ্রেন্ট কমিউনিটিতে কাজ করার জন্য সংগঠনের সকল মেম্বারদের অনুপ্রানিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মাইকেল চিয়া তার মতামত ব্যাক্ত করে নাজমুল খানের কার্যকলাপের প্রশংসা করেন এবং তিনি বিডিচ্যাম ও অন্যান্য সংগঠনের সাথে কোলাবোরেশন এর মাধ্যমে কাজ করার কথা বলেন এবং সর্বপরি তিনি বাংলাদেশীদের ভালো কার্যকলাপের প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জামিয়ার প্রেসিডন্ট ও ডাইরেক্টর জনাব সিরাজ সালমান ও আব্দুল মালিক তাদের বক্তব্যেও নাজমুল খানের সকল সামাজিক কাজের প্রশংসা করেন এবং বাংলাদেশী কমিউনিটির সাথে কলাব্রেশনের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সেলিব্রটি, মেটিভেশনাল স্পিকার ও বিজনেস লিডার জনাব সোলায়মান সুখন। তিনি তার বক্তব্যে নাজমুল খানের প্রশংসা করে বাংলাদেশী কমিউনিটি ও সিঙ্গাপুর লোকাল কমিউনিটির সকলকে একসাথে কাজ করার জন্য অনুপ্রানীত করেন।

সকলের বক্তব্য শেষে অনুষ্ঠানের সভপতি সবাইকে রাতের খাবার গ্রহনের জন্য আহ্বান জানান এবং খাবার শেষে সবাইকে নিয়ে সিঙ্গাপুর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ও নাজমুল খান সহ নের্তৃবৃন্দদের সাথে ফটোসেশনে অংশগ্রহন করেন।

পত্রিকা একাত্তর