“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘চিকনমাটি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ (সিজন-৪)’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। এতে চিকনমাটি ডায়নামাইটসকে ১৬ রানে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে চিকনমাটি রাইডার্স।
শুক্রবার (২৭শে জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে চিকনমাটি ক্রিকেট ক্লাব আয়োজিত ‘চিকনমাটি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট’ (সিজন-৪) এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান (মন্ত্রী)।
ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে চিকনমাটি ডায়নামাইটস বনাম চিকনমাটি রাইডার্স। টসে জিতে রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় ডায়নামাইটস। চিকনমাটি রাইডার্স ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান করতে সক্ষম হয়। ডায়নামাইটসদের ৭৬ রানের টার্গেট জুড়ে দেয় চিকনমাটি রাইডার্স।
দ্বিতীয় ইনিংসে তাজবীর রিফাতের ৩৫ রানে কিছুটা জয়ের দিকে থাকলেও পরিশেষে ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ডায়নামাইটসদের সংগ্রহ হয় ৫৯ রান। এরই মাধ্যমে চিকনমাটি রাইডার্স ১৬ রানের সহজ জয় পেয়ে এবারের শিরোপা নিজেদের করে নেয়। রাইডার্সদের পক্ষে আসিফ সিদ্দিক তোরন ৪টি উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
ফাইনাল খেলা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেটার শরীফ হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুবেল ইসলাম, ডোমার প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক সাংবাদিক মো. আনিছুর রহমান মানিক প্রমূখ।
পরে, চাম্পিয়ন দল চিকনমাটি রাইডার্সের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়া রানারআপ দলের মাঝেও ট্রফি হস্তান্তর করা হয়। সেই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় এবং গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল অব্ধি সকল ম্যাচের সেরা খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :