‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এর জাতীয় পর্যায়ে চাম্পিয়ন নীলফামারী জেলা ফুটবল দলের গোলরক্ষক মোঃ রবিন ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে মার্চ) বিকাল ৩টায় ডোমার ডাকবাংলো মাঠে উপজেলা পরিষদ ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, সাবেক কৃতি ফুটবলার ও ডোমার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক সফিয়ার রহমান রতন, ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাওছার আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক, গোল্ডকাপ জয়ী ফুটবলার রবিনের পিতা মোঃ চাঁদ মিয়া প্রমূখ সহ একাডেমির কর্মকর্তা, কোচ সহ ফুটবলার ও অভিভাবকবৃন্দ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ জয়ী ফুটবলার মোঃ রবিন ইসলাম ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ডের চিকনমাটি মোড় সংলগ্ন বসতপাড়ার মোঃ চাঁদ মিয়ার সন্তান। বাবার চায়ের দোকানে সময় দেওয়ার পাশাপাশি সে উপজেলা পরিষদ ফুটবল একাডেমিতে খেলাধুলা করে। রবিন ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পড়াশুনা করে।
এবিষয়ে রবিনের পিতা মোঃ চাঁদ মিয়া বলেন, আমার চায়ের দোকানে রবিন আমাকে সাহায্য করে। কিন্তু ওর খেলাধুলার ব্যাপারে কোনোদিন বাঁধা দেইনি। সবাই বলে, ওর প্রতিভা আছে। এজন্য তাকে ক্রমান্বয়ে নীলফামারী জেলা, রংপুর বিভাগ ও জাতীয় পর্যায়ে ঢাকায় খেলতে পাঠাই। সে এতবড় সাফল্য নিয়ে এসে আমাকে গর্বিত করেছে। তার জন্য সবাই দোয়া রাখবেন।
উল্লেখ্য, গত ২১শে মার্চ ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনালে রাজবাড়ী জেলাকে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয় নীলফামারী জেলার পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে, বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে মেডেল পড়িয়ে ও চাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :