জামালপুরে ঐতিহ্যবাহী ঘৌড়া-দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

জামালপুরে ঐতিহ্যবাহী ঘৌড়া-দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুণরুদ্ধার করতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দুরে রাখতে মুজিব জম্মশতবর্ষ ও বিজয়ের সুবর্নজয়ন্তী উপলক্ষে জামালপুরের মেলান্দহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়- দৌড় প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এ খেলাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছিলো উৎসবের আমেজ।

উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুরে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় এ ঘৌড়া- দৌড় প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে মেলান্দহ উপজেলা শ্রমিক লীগের সভপতি ৪নং নাংলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেলান্দহ উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাবেক মেয়র হাজী দিদার পাশা, জেলা পরিষদের সদস্য ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের ঠিকাদার, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক , হরিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রুকনুজ্জামান রকেট, মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এস এম মোশাররফ হোসেন প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন হরিপুর গ্রামের বাসিন্দা ঘৌড়া দৌড় প্রতিযোগীতা কমিটির সদস্য মমিনুল সরকার, ইসহাক আলী শেখ, রকিবুজ্জামান পক্ষি, রমযান শেখ, গণি শেখ, লেবু শেখ, হেলাল,শান্ত শেখ,আজাহার শেখ, এরশাদ শেখ ও শ্রমিক লীগের আব্দুর রশিদ প্রমুখ।

প্রতিযোগিতায় প্রায় ১০ থেকে ১২ জোড়া ঘোড়ার আগমন ঘটে। খেলা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news