ডোমারে প্রীতি ফুটবল ম্যাচ : মুক্তিযোদ্ধা ০-০ অফিসার্স ক্লাব

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৫ আগস্ট, ২০২২, ২ years আগে

ডোমারে প্রীতি ফুটবল ম্যাচ : মুক্তিযোদ্ধা ০-০ অফিসার্স ক্লাব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, সাংস্কৃতিক সংগঠক, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।

শুক্রবার (৫ই আগস্ট) বিকাল ৫টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে পরস্পর মুখোমুখি অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সংসদ বনাম অফিসার্স ক্লাব। খেলায় গোলশূন্য ড্র হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। এছাড়া ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মো. আল- আমিন রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ মেহেদী হাসান মুক্তি, মুক্তিযোদ্ধার সন্তান সাদেকুর রহমান সুজন প্রমূখ।

খেলা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য রাখেন। পরে, খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news