সাপাহারে পাকাকরণের অভাবে চলাচল ভোগান্তিতে এলাকাবাসী


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৯/১০/২০২২, ৩:৫৫ অপরাহ্ণ / ৯৯
সাপাহারে পাকাকরণের অভাবে চলাচল ভোগান্তিতে এলাকাবাসী

নওগাঁর সাপাহারে গ্রামীন জনপদের মধ্য দিয়ে মাত্র ১কিমি: রাস্তা পাকাকরণ অভাবে কয়েক গ্রামের হাজার হাজার জনসাধারণকে প্রায় ১০কিমি: পথা ঘুরিয়ে আসতে হয় সাপাহার উপজেলা সদরে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে সাপাহার উপজেলার বৃহত্তর জনবসতির পূর্ন গোয়ালা ইউনিয়নের আশে পাশে মন্ডলপাড়া, পূর্বপাড়া, স্কুল পাড়া সহ বেশকয়েকটি গ্রাম রয়েছে।

ঐ গ্রাম সহ সীমান্তের জবই বিল পেরিয়ে কলমুডাঙ্গা পর্যন্ত একটি সোজা রাস্তাও রয়েছে এবং ওই রাস্তার নিশ্চিন্তপুর মোড়ের মাইপুর নেছারিয়া মাদ্রাসা হতে মাঝখানে বাদ নিশ্চিন্তপুর (টেটাপাড়া) পর্যন্ত ১কিমি: রাস্তা ইতোমধ্যে পাকাকরণ করা হয়েছে।

সামনে মাত্র ১কিমি: রাস্তা দীর্ঘ দিন যাবৎ পাকাকরণ না হওয়ায় ওপারের কয়েকটি গ্রামের মানুষজন প্রতিনিয়ত দিঘীরহাট হয়ে প্রায় ১০কিমি: পথ ঘুরে তাদের নিত্য দিনের প্রয়োজন মেটাতে হয় উপজেলা সদরে এসে, আবার সাপাহার উপজেলা সদর সহ নিশ্চিন্তপুরের হাজার হাজার জনসাধারণকে জবই বিল পেরিয়ে সীমান্তবর্তী কলমুডাঙ্গা গ্রামে যেতে হলে তাদেরকেও ১০কিমি: রাস্তা ঘুরিয় যেতে হয়।

মাঝখানে বাদ নিশ্চিন্তপুর (টেটাপাড়া) গ্রাম হতে সামনে মাত্র ১কিমি: রাস্তা পাকারণ করা হলে দুই পারের হাজার হাজার জনসাধারণ অতি অল্প সময়ে উপজেলা সদর সহ সীমান্তবর্তী কলমুডাঙ্গা গ্রামে যাতায়াত করা সুবিধা হত বলে ভুক্তভোগী গ্রামবাসীরা জানান।

উপজেরা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা তাহাজ্জদ হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান যে, ওই ১কিমি: রাস্তা সহ উপজেলার অভ্যন্তরীণ আরোও বেশ কিছু রাস্তা পাকা করণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসে তালিকা দেয়া রয়েছে।

বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং আন্তজার্তিক বাজারে নির্মান সামগ্রীর মূল্য বেড়ে যাওয়ায় রাস্তাগুলির ওয়ার্ক অর্ডার বন্ধ রয়েছে। রাস্তাগুলির অনুমোদন হয়ে এলেই এক সাথে বেশ কিছু গ্রামীন রাস্তা পাকা করণের কাজ শুরু হবে।

ডিজিটাল যুগে টিকসই উন্নয়নে অতি অল্প সময়ের মধ্যে উক্ত রাস্তাটি পাকাকরণ করে এলাকাবাসীর যোগাযোগ ব্যাস্থার উন্নতি ঘটানোর জন্য সংশ্লিষ্ট এলাকাবাসী উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

পত্রিকা একাত্তর/ তোফায়েল আহমেদ