ডোমারে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাকে অভ্যর্থনা প্রদান


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৭/১১/২০২২, ৭:১৪ পূর্বাহ্ণ / ৮৬
ডোমারে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাকে অভ্যর্থনা প্রদান

মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সকল স্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মো. ফরিদ খানের আগমনে নীলফামারীর ডোমারে অভ্যর্থনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ই নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ প্রেস ক্লাবের পঞ্চগড় জেলা সম্মেলন শেষে ফিরতি পথে নীলফামারীর ডোমার উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ভ্রমণ বিরতি দিয়ে পরিদর্শন করেন—বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মো. ফরিদ খান। এতে ফুলেল শুভেচ্ছা সহ অভ্যর্থনা প্রদান করেন ডোমার উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ডোমার আগমনে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক স্বাধীন, নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী, সাধারণ সম্পাদক মো. হামিদার রহমান, নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি মো. এহছানুল হক রনি, কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, জলঢাকা উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান আলী বাদশাহ প্রমূখ।

তার আগমনে ডোমার উপজেলা শাখার নেতৃবৃন্দ কর্তৃক অভ্যর্থনা ও আতিথেয়তার প্রশংসা করে তিনি বলেন, তিলে তিলে গড়ে উঠছে বাংলাদেশ প্রেস ক্লাব। আমি আনন্দিত, কারণ একটি উপজেলায় আমাদের সংগঠনের কার্যালয় করা হয়েছে। এখানে স্থানীয় সাংবাদিকেরা এসে বসতে পারেন, এটা দেখে আমি আজ সত্যিই পুলকিত। সাংবাদিকদের অত্যন্ত বিনয়ের সাথে কাজ করতে হবে। সেই সাথে তাদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি ও ডোমার উপজেলা শাখার সভাপতি জাবেদুল ইসলাম সানবীমের নেতৃত্বে অভ্যর্থনা প্রদানে অন্যান্যদের মাঝে আরও সহযোগিতা করেন—ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, সহ-সাধারণ সম্পাদক মো. সিহাব হাচান শাসন, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াৎ আমিন (সৈকত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, কার্যকরী সদস্য মো. রুম্মান সরকার।

পত্রিকা একাত্তর / রিশাদ