কুয়াকাটায় পর্যটকের উৎসব মুখর পরিবেশ


উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী প্রকাশের সময় : ২৫/১২/২০২২, ৬:২০ পূর্বাহ্ণ / ৬০
কুয়াকাটায় পর্যটকের উৎসব মুখর পরিবেশ

দেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালী। এখানে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ বিভিন্ন দৃষ্টিনন্দন পর্যটন স্পট। 

সূর্যোদয় ও সূর্যাস্তের জেলা হিসেবে খ্যাত পটুয়াখালী। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। ফলে এই সড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ।

বড় দিন ও সাপ্তাহিক ছুটিসহ তিন দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। ইতিমধ্যে প্রায় ১০০ শতাংশ হোটেল মোটেল বুকিং হয়েছে। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অনেকটা আনন্দিত।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, দেশের বিভিন্ন অস্থিরতার কারণে এ মাসের প্রথম দিকে অনেকটা শূন্য ছিলো কুয়াকাটা। তবে গত ১৫ ডিসেম্বর থেকে পর্যটকদের আগমন বাড়তে শুরু করে কুয়াকাটায়।

জানা যায়, কুয়াকাটাতে ছোট-বড় ১৫০টি হোটেল রয়েছে, যার ধারণক্ষমতা প্রায় ১৪ থেকে ১৫ হাজার। কিন্তু ছুটির দিনগুলোতে পর্যটকদের আগমন বেড়ে যাওয়ার কারণে অনেক পর্যটক পার্শ্ববর্তী বাসা-বাড়ি, আবার অনেকে গাড়ির ভেতরে রাত্রী যাপন করেন। আবার অনেকে সারাদিন ভ্রমণ শেষে রাতে নিজ গন্তব্যে ফিরে যান।

পত্রিকা একাত্তর/ মারুফ ইসলাম