রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বয়ে চলছে শীতকালীন বৃষ্টি বলয় “জুঁই–১”। যা শীতকালীন পূর্ণাঙ্গ হালকা/মাঝারি বৃষ্টি বলয়। এতে নীলফামারীর ডোমারে মাঘের শীত যেন আষাঢ়ের বর্ষায় পরিণত হয়েছে।
শুক্রবার (৪ঠা ফেব্রুয়ারী) ভোরবেলা থেকে দুপুর অব্ধি বৃষ্টিপাত এবং গত রাত থেকে মাঝারি বাতাস বয়ে চলায় শীতের তীব্রতা বেড়েছে। কয়েক ঘণ্টায় নীলফামারীতে ১১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
তীব্র শীত, আচমকা বৃষ্টি আর হিমেল বায়ুতে উত্তরের এই জনপদ বিপর্যস্ত। চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষেরা। বাজারে ঘাটে লোকজন কম আসায় অনেকের উপার্জন কমে এসেছে। পড়েছেন দুঃশ্চিন্তায়।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, চলমান বৃষ্টি বলয় ‘জুঁই–১’ দুই/তিনদিন চলমান থাকবে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি শীতের তীব্রতা বাড়বে।
পত্রিকা একাত্তর/ রিশাদ