ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্য – Patrika71


ডেস্ক নিউজ প্রকাশের সময় : ৩১/১০/২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ / ৮১
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্য – Patrika71

ঠাকুরগাঁও সদর উপজেলার বৃষ্টির সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) বিকালে সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



বজ্রপাতে আল আমিন নামে এক যুবকের



মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম।

বজ্রপাতে নিহত যুবকের নাম আল আমিন (২৮) উত্তর মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।



স্থানীয়রা জানান, নিহত আল আমিন বিকেলবেলা ঘাস কাটার জন্য মাঠে যায়। হঠাৎ করে প্রচন্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হলে মাঠে থেকে সে বাড়ির দিকে রওনা হয় । বাড়িডে আসার আগেই বিকট শব্দে বজ্রপাত আল আমিনের উপর পড়লে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।




এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম মুঠোফোনে জানান পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় নারগুন ইউপির চেয়ারম্যান সেরেকুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের




লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।