পটুয়াখালীতে জমজমাট ঈদের বাজার

উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী সদর

২৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

পটুয়াখালীতে জমজমাট ঈদের বাজার

পটুয়াখালীর জেলা, উপজেলার বাজার সমূহ সর্বত্রই জমে উঠছে ঈদের বাজার। গত দুই বছর করোনাকালীন দেশের অবস্থা ও ঈদের ক্রয়-বিক্রয় তেমন জমেনি। তবে এ বছর করোনা শিথিল হওয়ায় জমজমাট ঈদ বাজার।

ইতোমধ্যে অনেকে কেনাকাটা সারলেও রমজানের শেষ মুহূর্তে ঈদকে সামনে রেখে ক্রেতারা এখন বাজারমুখী। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। বিশেষ করে সদর রোড, নিউমার্কেট, এসপি কমপ্লেক্স, পুলিশ সুপার মার্কেট, বিপণী-বিতানগুলো এখন সরগরম।

সরেজমিনে দেখা যায়, দোকানীরা নানা রকমের ডিজাইনের পসরা সাজিয়েছেন। যেমন পোশাকের নাম দেয়া হয়েছে সাড়ারা, পুষ্পা, কাঁচাবাদাম, ইত্যাদি।

ক্রেতারাও ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাক, জুতা, কসমেটিকস সহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিপণী বিতানগুলো ছাড়াও ফুটপাতের দোকানেও ক্রেতাদের ভিড় দেখা যায়।

ক্রেতারা জানিয়েছেন এ বছর পোশাকের দাম বেশী হওয়ায় পছন্দের পোশাকসহ জিনিসপত্র কিনতে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। পটুয়াখালীর নিউমার্কেটে আসা ফেরদৌসী জাহান জানান, ঈদের মার্কেট করতে এসেছি। দাম একটু বেশি, তারপরও কিনতে হবে।

বেলী আক্তার জানান, বাজার ঘুরে কিনতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে দাম অনেক বেশি। ক্রেতা প্রিন্স জানান, এবারের ঈদে পোশাকের মান ভালো ও অনেক ডিজাইনের পোশাক দেখা যাচ্ছে। মেয়েকে নিয়ে কিনতে এসেছি।

দোকানী সপ্নীল দাস বলেন, আমার দোকানে রোজার শুরুতেই কাপড় চোপড় উঠিয়েছি। প্রথমদিকে বিক্রি কম হলেও এখন কিছুটা ভাল। আমার দোকানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত ব্যক্তিদের চাহিদা অনুযায়ী পোশাক রয়েছে।

কসমেটিকসের দোকানী সুদেব বলেন, এখন পর্যন্ত তেমন বিক্রি হয়নি, মেহেদী সহ অল্প কিছু বিক্রি হচ্ছে। ঈদ আসতে যে কদিন আছে এ সময় বিক্রি আরো বাড়বে।###

পত্রিকা একাত্তর / মিজানুর রহমান অপু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news