মোরেলগঞ্জে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

৩ আগস্ট, ২০২২, ২ years আগে

মোরেলগঞ্জে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাটের মোরেলগঞ্জ সন্ন্যাসী বাজার সংলগ্ন নদীতে এমভি বলেশ্বর নামের একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারটিতে মুদি মালামালসহ কোটি টাকার পণ্য ছিল। বুধবার (০৩ আগস্ট) সকালে এই দূর্ঘটনা ঘটে।

ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি বলেন, ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে বেলা ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায় আমাদের ট্রলারটি। পরবর্তীতে নোঙর করা অবস্থায় একদিকে কাত হয়ে ট্রলারটি ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল ছিল। এসব মুদি পন্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারের নামানোর কথা ছিল।

সন্নাসী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক অনুপ কুমার বলেন, হঠাৎ ডুবে যাওয়ায় বেশকিছু ট্রলারের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মামালামাল উদ্ধারে স্থানীয় ও ব্যবসায়ীরা কাজ করছে।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news