ডোমারে ‘উন্মুক্ত পাঠশালা’ এর ২২তম পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১১ ফেব্রুয়ারী, ২০২২, ১ year আগে

ডোমারে ‘উন্মুক্ত পাঠশালা’ এর ২২তম পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর
সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নীলফামারীর ডোমারের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দ্য ঈগলস ক্লাব’ এর শিক্ষা বিষয়ক নিয়মিত কার্যক্রম “উন্মুক্ত পাঠশালা” এর ২২ তম সপ্তাহের পাঠদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় ডোমার রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তরণ গোষ্ঠী প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন—দ্য ঈগলস ক্লাবের সভাপতি আজমির রহমান রিশাদ ও সাধারণ সম্পাদক মো. ফাহিম ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন—দ্য ঈগলস ক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান লেলিন, এহছানুল হক জয়, সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম, মো. মেহেদী হাসান সৌরভ, কাওছার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এস.জে. জাহিন, সদস্য মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৭ই সেপ্টেম্বর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা কার্যক্রম পরিচালনার নিমিত্তে গঠিত হয়েছিল উন্মুক্ত পাঠশালা। যা প্রত্যেক সপ্তাহের প্রতি শুক্রবার পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ