সোমবার (১৪ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী কলেজ সিঙ্গেল এসোসিয়েশন এর প্রথম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
উক্ত বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত থেকে সোহরাওয়ার্দী কলেজ সিঙ্গেল এসোসিয়েশন এর সভাপতি জিহাদ-উল-ইসলাম বলেন, ''আমরা পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে আজকে অবস্থান করেছি। এছাড়াও অত্র কলেজের সিঙ্গেলদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মিঙ্গেলদের নিরাপত্তা নিশ্চিতের জন্যে কাজ করে যাচ্ছি।''
সোহরাওয়ার্দী কলেজ সিঙ্গেল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইমন হোসেন ইমু বলেন, ''প্রেম হোক সার্বজনীন, প্রেমের নামে প্রহসন চলবে না। ভালোবাসা দিবসের সকলের ভালোবাসাই পূর্ণতা পাক।''
এরপর উক্ত বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মুক্তির সনদ ভাস্কর্যের সামনে শেষ হয়।
পত্রিকা একাত্তর/ অপূর্ব চক্রবর্তী