সবার সাথে, সবার মাঝে, সবার জন্য এ মূলমন্ত্রকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম একটি ভিন্নধর্মী সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবীমূলক নতুন সংগঠন, ” অ্যাসোসিয়েশন ফর স্টুডেন্টস অ্যান্ড এনভায়রনমেন্টাল রেইনফোরস (অ্যাসটার) এর যাত্রা শুরু হয়েছে ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০ টায় উপদেষ্টা মন্ডলির স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল স্বাধীন ।
এ সংগঠনটির মুখ্য কাজগুলোর মধ্যে রয়েছে -ক্যাম্পাসের পরিবেশ রক্ষার্থে সচেতনতা এবং বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তা ও কাউন্সেলিং প্রদান,ক্যাম্পাস ও সর্বোপরি দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় শিক্ষাথীদের সহযোগিতা,পিছিয়ে পড়া ও অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
এছাড়াও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও যৌন হয়রানী বন্ধে সহযোগী সেল গঠন ও সহায়তা প্রদান করা এ সংগঠনের কাজ । এর জন্য শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা ,ক্যাম্পাসের যেকোনো সামাজিক,সাংস্কৃতিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদানে আগ্রহী করাও এ সংগঠনের কাজ
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ডঃ মোঃ মতিউর রহমান,
রাষ্ট্র বিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী রেজুয়ান হোসেন,লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ এবং সহকারী অধ্যাপক মো: জুবায়ের ইবনে তাহের , রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকী।
এছাড়াও ছাত্রউপদেষ্টার হিসেবে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাকারিয়া জাকির ও ইসরাকুল ইসলাম সোহান ।
১০০ সদস্য বিশিষ্ঠ একমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে সহ-সভাপতি তারিকুর রহমান মুবিন,জসিম আহমেদ, আল আমিন হোসেন, ইশতিয়াক ইসলাম খান, রাকিবুল ইসলাম রুপম, প্রীতম রায়, আব্দুস সালাম,রাফিন হাসান অনিক,তানভির আহমদ সবুজ, আজিজুর রহমান শুভ,ওসমান গণি,মমিন মন্ডল, মনোয়ার হোসেন, সাইফুল ইসলাম ।
যুগ্ম সাধারণ সম্পাদক -তরুন কুমার রায়,শামীম ইসলাম, রেজওয়ানুল আনাম তন্ময়,সাগর শেখ, ইসতিয়াক মন্জুর, মনির হোসেন, গাজিউর রহমান, আমানুল্লাহ আমান,অপরাজিতা সাহা,সানভির ইসলাম, ফারুক মাহিন, রিফাত হোসেন, তারিকুল ইসলাম, রেজাউল করিম লেমন ।
সাংগঠনিক সম্পাদক: রবিন কুমার সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক: আশিকুজ্জামান রাজু, শয়ন শাহা, আতিক শাহরিয়ার, রিমন,মেহেনাজ আক্তার মোহনা, আব্দুর রহিম বাদশা, আব্দুল্লাহ আসিফ, আসিবুর রহমান আসিফ, মোজাম্মেল হক, তিথি বর্মন। প্রচার সম্পাদক: সিয়াম আরাফাত সৈকত উপ- প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম মেরাজ,পিপাস রহমান,রাসেল রানা, শুভ,কানিজ ফারহানা মুভা। দপ্তর সম্পাদক: শাহনেওয়াজ শান ও উপ-দপ্তর সম্পাদক শাহেদ,মাহফুজুর জয়,আল-জাকারিয়া
কোষাধ্যক্ষ: আল-আমিন বিশাল ও উপ-কোষাধ্যক্ষ- ইয়াসমিন রিমু,উজ্জ্বল,রবিউল, সাজেদুল।মিডিয়া বিষয়ক সম্পাদক- সিদ্দিকুর রহমান সিদ্দিক ও উপ মিডিয়া বিষয়ক সম্পাদক সাজু ইসলাম ও আনোয়ার হোসেন ।
সাধারণ সদস্য -অংচিং মারমা,মতি ত্রিপুরা,আহাদ,ফরিদ,আল মোমতাহিন,ইয়ামিন,তাজমিরা তমা, বিশাল, সাকিল, মোশারফ, রিসান, নুসরাত জাহান শ্রাবণী, অমিত হাসান,সুমাইয়া খান অনামিকা।
নবনির্বাচিত সভাপতি কামরুল বলেন,আমাদের সংগঠন “অ্যাসটার” এগিয়ে যাক দুর্দান্ত গতিতে আর সেটা হোক কাজের মাধ্যমে।যখন আমি একজন শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারব তখন তৃপ্তি পাব।পরিবেশের বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি হবে অন্য একটি লক্ষ্য।বর্ষাকালে আমাদের দেশের অনেক স্থান বন্যায় প্লাবিত হয়। বন্যাকবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। শীতকালে শীতার্তদের সাথে কষ্ট ভাগ করে নিতে চাই। এগিয়ে যাক আমাদের সংগঠন সকলের সহযোগিতায়।
সাধারণ সম্পাদক স্বপ্নীল স্বাধীন বলেন,বৃহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত আমাদের এই সংগঠন, যা সকলের জন্য এবং সকলকে নিয়েই কাজ করতে অঙ্গীকারবদ্ধ।পরিবেশ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতাই আমাদের মূল লক্ষ্য। বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গঠনেও প্রতিজ্ঞাবদ্ধ এ সংগঠন । শুধু সংগঠনের সদস্যরাই নয় বরং আরও যারা আমাদের লক্ষ্যের সাথে একমত, তাদের সাথে নিয়েও কাজ করতে উদগ্রীব আমরা। সর্বোপরি আপনাদের জন্য গঠিত সংগঠনের সবার সহযোগিতা একান্ত কাম্য।
উল্লেখ্য, উপদেষ্টা মন্ডলি আগামী ১ বছরের জন্য এ কমিটির বৈধতা ঘোষণা করেন।
পত্রিকা একাত্তর / ফারহান সাদিক সাজু
আপনার মতামত লিখুন :