শুভ জন্মদিন চিত্রনায়িকা সাদিয়া মির্জা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

শুভ জন্মদিন চিত্রনায়িকা সাদিয়া মির্জা

বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের মেধাবী অভিনেত্রী সাদিয়া মির্জা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেন। তবে সাদিয়া মূলত একজন নৃত্যশিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ ছোটবেলা থেকেই নাচের চর্চা করে আসছেন। এখনও নিয়মিত নাচের অনুশীলন করেন।

অভিনেত্রী সাদিয়া মির্জার জন্ম রাজধানীর ঢাকায়, ছোট থেকেই বেড়ে ওঠা এই ঢাকা শহরে। সাদিয়া মির্জা ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন মিডিয়াতে কাজ করবেন। সেই স্বপ্ন পূরণে ২০০০ সালে বাংলাদেশ গ্রাম থিয়েটার দিয়ে বিটিভিতে প্রথম নাটকের অভিনয় দিয়ে মিডিয়াতে তাঁর অভিষেক হয়। এর পাশাপাশি তিনি বিজ্ঞাপন মিউজিক ভিডিও এবং নাটকে কাজ করেছেন। কিন্তু তাঁর আসল স্বপ্নের জায়গা চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে ২০০৯ সালে আমিন খানের বিপরীতে ‘অবাধ্য সন্তান’ সিনেমা দিয়ে। এরপর একে একে তিনি আলেকজান্ডার বো এর বিপরীতে ‘সন্ত্রাসী ধরো’,’ফাঁসি চাই’,রুবেলের বিপরীতে চারিদিকে ‘অন্ধকার’ এবং ফেরদৌসের বিপরীতে ‘ওপারে আকাশ’ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি কলকাতায় সিনেমায় কাজ করছেন।’টার্গেট ইন্ডিয়া’ শিরোনামে সিনেমায় প্রধান নায়িকা চরিত্রই কাজ করছেন। আজ এই অভিনেত্রীর জন্মদিন।

সাদিয়া মির্জার জন্মদিনে বিশেষ এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানাচ্ছে একের পর এক।

আজ ৫ এপ্রিল এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news