স্বর্ণের বড় পতন, দেশে আজ থেকে বিক্রি হবে নতুন দামে

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ মে, ২০২৫, ২৩ ঘন্টা আগে

স্বর্ণের বড় পতন, দেশে আজ থেকে বিক্রি হবে নতুন দামে

বাজুস (বাংলাদেশ জুয়েলারি সমিতি) শনিবার (৩ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

২২ ক্যারেট: ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা

২১ ক্যারেট: ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এই দামে ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যুক্ত করতে হবে, তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।

এর আগে, ২৩ এপ্রিল স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ২৭ বার সমন্বয় করা হয়েছে, এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৯ বার এবং কমানো হয়েছে ৮ বার।

এছাড়া, রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫ টাকা কমিয়ে ২ হাজার ৮১১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা।

এটি চলতি বছরে রুপার দাম সমন্বয়ের দ্বিতীয় বার, এর মধ্যে একবার বেড়েছে এবং একবার কমেছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news