">

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ৮ months আগে

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরেছেন, তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দীর্ঘ ৪ মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন। তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই তিনি তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ইনশাআল্লাহ, খুব শীঘ্রই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেবেন।"

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন আরও বলেন, "জুবাইদা রহমান দেশে ফিরেছেন। ১৭ বছর তিনি সরকার থেকে নিষেধাজ্ঞার মুখে ছিলেন। সেই মেয়েও কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।"

তিনি আরও বলেন, "খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে সুস্থ আছেন এবং আগের মতো দেশের জনগণের পাশে থাকতে চান।"

গত জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া, এবং আজ সকালে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরে আসেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news