পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ফজিলত

ধর্ম ডেস্ক

ধর্ম ডেস্ক

৬ ডিসেম্বর, ২০২৫, ২ সপ্তাহ আগে

পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ফজিলত

দৈনন্দিন আমলের মাধ্যমে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য অবারিত ক্ষমার সুযোগ রেখেছেন। অজু করার সময় থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত—জিকির, দোয়া—সবকিছুর মধ্যেই গুনাহ মাফের ঘোষণা রয়েছে। তবুও গাফিলতি ও অবহেলার কারণে অনেকেই এই সুযোগগুলো কাজে লাগাতে পারেন না। দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ মানুষকে পরকালের গুরুত্বপূর্ণ বাস্তবতা ভুলিয়ে দেয়, ফলে ক্ষমা লাভের সহজ পথও হাতছাড়া হয়ে যায়।

ইসলাম মানুষের জন্য ক্ষমা লাভের পথকে খুব সহজ করেছে। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ যেন পাঁচবার ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ।

১. অজুর পানির ফোঁটার সঙ্গে ঝরে যায় গুনাহ

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন—একজন মুসলিম অজু করার সময় যখন মুখ ধোয়, তার চোখ দিয়ে করা গুনাহ পানির সঙ্গে বের হয়ে যায়। যখন হাত ধোয়, হাতের গুনাহ ধুয়ে যায়। আবার যখন পা ধোয়, পা দিয়ে করা গুনাহও পানির শেষ ফোঁটার সঙ্গে ঝরে পড়ে। এভাবে সে গুনাহমুক্ত হয়ে যায়। (সহিহ মুসলিম)

২. মসজিদে যাওয়ার প্রতিটি কদমে সওয়াব

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন—যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে মসজিদের দিকে অগ্রসর হয়, আল্লাহ তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে একটি নেকি দান করেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি গুনাহ মুছে দেন। (সহিহ মুসলিম)

৩. পাঁচ ওয়াক্ত নামাজে গুনাহ ঝরে যাওয়ার নিশ্চয়তা

আবু উসমান (রা.) বর্ণনা করেন—সালমান ফারসী (রা.) এক গাছের নিচে একটি শুকনো ডাল ঝাড়লেন এবং পাতাগুলো ঝরে পড়ল। তিনি বললেন, রাসুল (সা.) একইভাবে একটি ডাল ঝেড়ে বলেছিলেন—একজন মুসলমান সুন্দরভাবে অজু করে নামাজ পড়লে তার গুনাহ এভাবেই ঝরে পড়ে, যেমন গাছের শুকনো পাতা ঝরে পড়ে। (মুসনাদে আহমাদ)

৪. ফরজের পর জিকিরে সীমাহীন পুরস্কার

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়ে এবং শেষে বলে—

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

—তার গুনাহ সাগরের ফেনার মতো বেশি হলেও তা ক্ষমা করে দেওয়া হয়। (সহিহ মুসলিম)

৫. অজুর পর দুই রাকাত নামাজে অতীতের গুনাহ মাফ

তৃতীয় খলিফা উসমান (রা.) অজু করার পর বলেন—রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে দুই রাকাত নামাজ আদায় করবে, যাতে দুনিয়া–সংক্রান্ত কোনো চিন্তা তার মনে আসবে না—তার আগের সব ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারি)

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news