চোরাই অটোরিকশা বিক্রি করতে গিয়ে ধরা চক্রের ৪ সদস্য

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ৭ ঘন্টা আগে

চোরাই অটোরিকশা বিক্রি করতে গিয়ে ধরা চক্রের ৪ সদস্য

মৌলভীবাজারে আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, তিনটি চোরাই অটো উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা উপজেলার দাসেরবাজারে চোরাই অটোরিকশা (সিএনজি) বিক্রি করতে গিয়েছিল।

এ ঘটনায় ৫ মে দুপুরে বড়লেখা থানার পুলিশ স্থানীয় জনসাধারণ ও অটো মালিকদের সহায়তায় অভিযানে নামে। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বড়লেখা উপজেলার চান্দগ্রামের বাছির উদ্দিনের ছেলে মাছুম আহমদ, সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদির ছেলে নাহিদ আহমদ, একই উপজেলার শাখারকান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, সিলেটের বরইকান্দি এলাকার একটি সিএনজি সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা চুরি করা অটোরিকশাটি বড়লেখা উপজেলার দাসেরবাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে চেয়েছিল। অটোরিকশার লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে মালিকের সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে এবং স্থানীয়দের সহায়তায় সিএনজিটি উদ্ধার করে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news