ঝিনাইদহে বজ্রপাতে মিরাজুল ইসলাম (২৫) ও অলিয়ার রহমান (৫০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী ও মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মিরাজুল ইসলাম গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে এবং অলিয়ার রহমান মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়দের মতে, সকালে মাঠে ধান কাটতে যান মিরাজুল। বেলা সাড়ে ১০টার দিকে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে অন্যান্যরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও মিরাজুল বজ্রপাতে আক্রান্ত হন। তাকে আহত অবস্থায় স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে, অলিয়ার রহমানও সকালে মাঠে ধান গোছানোর কাজ করতে বের হন। বেলা ১১টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠে থাকাবস্থায় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গান্না ইউনিয়নের ইউপি সদস্য কামরুল মীর এ ঘটনা নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় মিরাজুল মাঠে ছিল এবং মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খালিদ হাসান জানান, আহত দুই কৃষক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন এবং মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।"