টাঙ্গাইলের মধুপুর উপজেলার শেওড়াতলা এলাকায় এক মা তার চার মাসের শিশুকে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। রবিউল ইসলাম ও লাবনী আক্তার লিজার দাম্পত্য জীবনে গড়ে ওঠে অশান্তি, যার কারণে লাবনী তার ছেলে তামিমকে সিরাজগঞ্জের এক দম্পতির কাছে বিক্রি করেন।
এই ঘটনার পর রবিউল ইসলাম পুলিশকে জানালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। জানা গেছে, লাবনী ৪০ হাজার টাকার বিনিময়ে তামিমকে বিক্রি করেন এবং ওই টাকা দিয়ে ব্যক্তিগত কিছু জিনিসপত্র কেনেন।
মধুপুর থানার পুলিশ এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে শিশু তামিমকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত লাবনী আক্তার লিজাকে আটক করেছে।