প্রথমবার ওয়েব প্লাটফর্মে চিত্রনায়িকা ববি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২০ এপ্রিল, ২০২২, ২ years আগে

প্রথমবার ওয়েব প্লাটফর্মে চিত্রনায়িকা ববি

ইয়ামিন হক ববি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তার প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি প্রথমবার ওয়েব প্লাটফর্মে নাম লেখালেন। ওয়েব নির্ভর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম ‘সুরভী’। এটি নির্মিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে।

'সুরভী' ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাম ভূমিকায় রয়েছেন ববি। এই কনটেন্টের সব অভিনয়শিল্পী ও কলাকুশলী নারী। এতে ববি ছাড়াও অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, ডলি জহুর প্রমুখ।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন- সুরভী ও রুম্পা নামে দুই তরুণীর অবিশ্বাস্য সাদৃশ্য ও তাদের জীবনের টানাপড়েনের অতিপ্রাকৃত গল্প এটি। দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যায় সুরভী। তবু রুম্পা কেন সুরভিকে দেখতে পায়? তাকে অনুভব করে। রুম্পার কাছে কী চায় সুরভী? আর সবাই রুম্পাকে দেখে কেন সুরভি বলে ভুল করে? এমন নানান প্রশ্নের রহস্য থাকছে এতে।

জানা গেছে, এবার জনপ্রিয় সাতটি বই অবলম্বনে নির্মিত হচ্ছে সাতটি টেলিফিল্ম। যার একটি হলো ‘সুরভী’।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news