বাঙলা কলেজস্থ ফরিদপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের পরিচিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৪ মার্চ, ২০২২, ২ years আগে

বাঙলা কলেজস্থ ফরিদপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের পরিচিত সভা  অনুষ্ঠিত

সরকারি বাঙলা কলেজ ঢাকাস্থ -ফরিদপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশন নব নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা ৮ টায় মিরপুর-১ চাইনিজ সিটি মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট এসোসিয়েশন সভাপতি মেহদী হাসান (শফি) সভাপতিত্বে এবং হাবিবুর রহমানের সঞ্চলনায় পরিচালনা হয়।

সোসিয়েশন সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধশালী করার লক্ষ্যে (১৪ মার্চ) ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

স্টুডেন্ট এসোসিয়েশন উপদেষ্টা পরিষদের সদস্য আলমগীর হোসেন বলেন, কমিটির সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এসোসিয়েশনের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সাংগঠনিক তৎপরতা ও দক্ষতা বিবেচনা করে যাদের প্রতি বিশ্বাস স্থাপন করে দায়িত্ব অর্পণ করা হয়েছে আশা করি সবাই নিজ নিজ কর্মদক্ষতা ও দায়িত্ব পালন করবে। প্রিয় সংগঠনের সম্মান অক্ষুণ্ণ রাখবে এবং সাফল্যের ধারা বজায় রাখতে সবাই সচেষ্ট থাকবে। দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি আমার আহবান গঠনমূলক ও সাধারণ শিক্ষার্থীদের যেকোনো কাজে সর্বদা পাশে থাকার প্রচেষ্টা করবেন। সাধারণ শিক্ষার্থীদের সব কাজে পাশে থাকার আহবান জানান।

উপদেষ্টা পরিষদের সদস্য মানিক চৌধুরী বলেন, একজন মানুষের নৈতিকতা, মানবিকতা, বিবেকবোধকে সঠিকভাবে জাগ্রত করতে পারে এই সংগঠনগুলো। এছাড়াও একজন মানুষের দক্ষতা, সাংগঠনিক কাঠামো সম্পর্কে ধ্যান-ধারণা তৈরি, দেশের ও জাতির সামনে নিজেকে তুলে ধরার আত্মবিশ্বাস ও স্মার্টনেসসহ নানাবিধ গুণ বৃদ্ধি করে, যা তার পরবর্তী পেশাগত জীবনেও অনেক কাজে আসে।

উল্লেখ্য বাঙলা কলেজস্থ ফরিদপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশন ২০১২ সালে যাত্রা শুরু করে মানিক-আলমগীরের হাত ধরে।

পত্রিকা একাত্তর/ হোসাইন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news