বাঁশ, লাঠি, হকিস্টিক দিয়ে মারধর; পরিবারসহ আহত জবি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৪ মে, ২০২২, ২ years আগে

বাঁশ, লাঠি, হকিস্টিক দিয়ে মারধর; পরিবারসহ আহত জবি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান নিজ বাড়িতে পরিবারবর্গ সহ হামলার শিকার হয়েছে।মঙ্গলবার বিকেলে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সিকান্দির নিজ বাড়িতে পরিকল্পনা মাফিক একই এলাকার সুমনের সদস্যবাহিনীর হাতে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত ব্যাপারে জানতে চাইলে রায়হান জানান, পরিবারের সবাই মিলে ইফতার আয়োজন করছিলাম। এ সময় আমাদের বাড়িতে আসে সুমন(৩০) সে আমার ভাই সাজিদের (১৮) সাথে প্রথমে পরিকল্পনা মাফিক খারাপ আচরন করে একপর্যায়ে সে আমার ভাইকে মারধর করে।

চিৎকার শুনে আমরা সেখান যাই ও ভাইকে বুঝিয়ে ঘরে নিয়ে আসি। ঘটনার কয়েক মিনিট পরেই সুমন ও তার ভাই বিল্লালসহ(২৬) আরও অনেককে নিয়ে এসে আমাদের উপর ইফতারে পূর্বমূহুর্তে হামলা চালায়। তারা সাথে করে হকিস্টিক, বাঁশ ও লাঠি নিয়ে আচমকা আমার বাবা, মা, চাচা এবং আমকে মারাত্মকভাবে আঘাত করে।

আমাদের বাড়িঘর ভাঙ্গচুর করে। বিষয়টি গ্রাম মাতব্বরকে অবগত করার জন্য বাজারে যাই বাজার থেকে ফেরার পথে আমাদের বাড়ির সামনে আসলে পুনরায় হামলা চালায়। ব্রিজের কাছে আসতেই সুমনের সদস্যবাহিনী হকস্টিক, বাশ লাঠি দিয়ে বেপোরোয়া ভাবে হামলা চালায়।

এতে আমার ভাইয়ের পা ভেঙ্গে যায়, আমার ছোট ভাইয়ের পায়ের লিগামেন্ট ২ ভাগ হয়ে যায়। বর্তমানে পরিবারের সবাই ভেদরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও জবি প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রায়হান।এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, আমি বিষয়টি অবগত ছিলাম না যেহেতু আমি জেনেছি অবশ্যই তার পাশে দাড়াবো যথাযথ ব্যবস্থা নিব।

উক্ত ঘটনার বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি ছুটিতে আছি ডিউটি অফিসারের কাছে অভিযোগ দিলে আমি বিষয়টি খতিয়ে দেখবো।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news