কসউবি'র এসএসসি'১৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

৫ মে, ২০২২, ২ years আগে

কসউবি'র এসএসসি'১৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের (কসউবি) এসএসসি ব্যাচ ২০১৬ এর পুনর্মলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসে শিক্ষার্থীরা আবেগে উচ্ছ্বসিত হয়ে শুরু করে স্কুল জীবনের স্মৃতিকথা। দীর্ঘ ৫ বছর একসাথে কাটানো স্কুল জীবনের বন্ধুদের সাথে স্মৃতিচারণ ভুলিয়ে দিয়েছে অনেক দিনের দেখা না হওয়ার আক্ষেপ।

বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১২ টার দিকে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ শাহ আলম বশীর মিলনায়তনে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শাফায়াত জামিল ও স্বরজিত দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাম মোহন সেন, স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক নির্মল চন্দ্র দে, শাহাজাহান কুতুবী, মুক্তার আহমেদ, জাকারিয়া মোহাম্মদ ইয়াহিয়া হাসান, নারায়ণ দেব, গোলাম কিব্রিয়া সহ কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন। অনুষ্ঠানে কসউবির ব্যাচ'১৬ এর প্রায় ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা ও লটারির পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হওনা কেনো একজন ভাল মানুষ হও। একজন ভালো মানুষ যাই করুক দেশের জন্য ভালো কিছুই করবে।

স্কুলের সাবেক শিক্ষক শাহাজাহান কুতুবী বলেন, শিক্ষকদের প্রতি ছাত্রদের আন্তরিকতা কখনো শেষ হয় না। শিক্ষার্থীরা আমাদের অনেক সম্মান করে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই স্কুলের সাবেক শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ দেশ বিদেশে অনেক ভালো পর্যায়ে আছে। মন থেকে দোয়া করি তোমরা সহ সকলে যেনো ভালো পর্যায়ে যেতে পারে। আমি এই স্কুলের একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করি।

স্কুলের সাবেক শিক্ষার্থী রেদোয়ানুল হক বলেন, আজকের এই আয়োজন ব্যাচ ১৬ এর অনেক স্মৃতি বহন করছে। সবার সেই চিরচেনা মুখগুলো দেখে মনে হচ্ছে স্কুল লাইফে আবার ফিরে এসেছি। মনে পরছে স্কুল লাইফে কাটানো স্মৃতিগুলো।

স্কুলের সাবেক শিক্ষার্থী সামী আল সাদ আওন বলেন, স্কুলের শিক্ষকবৃন্দ আমাদের শুধু জ্ঞান দানের মধ্যে সীমাবদ্ধ রাখেন নি আমাদের নৈতিক শিক্ষা দান করে আমাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। স্কুলে কাটানো দীর্ঘ ৫ টি বছর আবেগের সাথে স্মরণ করি। অনেক দিন পর স্কুলের শিক্ষক ও বন্ধুদের সাথে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। এ অনুভূতি ব্যাক্ত করার মতো না।

পত্রিকা একাত্তর /সামী আল সাদ আওন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news