পদ্মা সেতু উদ্বোধন; জবিতে আনন্দ উৎসব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৫ জুন, ২০২২, ২ years আগে

পদ্মা সেতু উদ্বোধন; জবিতে আনন্দ উৎসব

দীর্ঘ প্রতিক্ষার অবসান! নিজেদের অর্থায়নে পদ্মা সেতু, স্বপ্ন নয় বাস্তব। আজ পদ্মা সেতু উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

উদ্বোধন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাষা শহীদ রফিক ভবন চত্বরে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এলইডি মনিটরের মাধ্যমে বড় পর্দায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।এছাড়াও সংগীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ মিছিল, কেক কাটা ও মিষ্টান্ন বিতরনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news