সাভারে শিক্ষক হত্যা ও লাঞ্ছনা প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়

৩০ জুন, ২০২২, ২ years আগে

সাভারে শিক্ষক হত্যা ও লাঞ্ছনা প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

’ভেঙে ফেল জড়তা উঁচু করো শির দেশ প্রেমে বলীয়ান হয়ে জ্ঞান আর সততায় হও স্থির’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাজনৈতিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শিক্ষক হত্যা ও লাঞ্ছনা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১ টার দিকে ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের টেন্টের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সংগঠনটির কোষাধ্যাক্ষ ওবাইদুর রহমান আনাস এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাকিব হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ সুমন, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস বলেন, সাভারে শিক্ষক পিটিয়ে হত্যা করা হয়েছে। এই সমস্ত ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যার্থতা। এই ব্যার্থতা স্বরাষ্ট্র মন্ত্রীকে নিতে হবে। অনতিবিলম্বে শিক্ষক হত্যার যদি সুষ্ঠ বিচার না হলে ছাত্র ইউনিয়ন দেশের জনসাধারণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

পত্রিকাএকাত্তর / সামি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news