বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণে বেঁচেছেন মোঃ ওমর মোল্লা (৫০) নামের এক জেলে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে সুন্দরবনের শ্যালা নদীর নির্গামারী এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।
ওমর মোল্লা মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে। জেলে ওমর মোল্লাকে উদ্ধারে যাওয়া জয়মনি এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সুমন হাওলাদার বলেন, সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পাশ নিয়ে এদিন সকালে সুন্দরবনের ভিতরে কাকড়া ধরতে যান ওমর।
দুপুর ২টার সময় তার বাড়ি ফিরে আসের কথা থাকলেও তিনি ফেরেননি। বিকেলের দিকে ওমর মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে বাঘের তাড়া খেয়ে গাছে আশ্রয় নেয়ার কথা বলেন। পরে আমরা বন বিভাগের অনুমতি নিয়ে ১০-১২ জন সুন্দরবনের ভিতর যাই। সন্ধ্যার কিছুক্ষণ আগে ওমরকে উদ্ধার করতে সক্ষম হই।
এ বিষয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবীর বলেন, বাঘের তাড়া খেয়ে এক জেলের গাছে আশ্রয় নেওয়ার কথা জেনেছি। আমরা তার খোজখবর নিয়েছি। তিনি সুস্থ রয়েছেন। মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা থেকে বোঝা যায় সুন্দরবনে বাঘ বৃদ্ধি পেয়েছে।
পত্রিকা একাত্তর / আবু তালেব
আপনার মতামত লিখুন :