জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ২২/১০/২০২২, ৭:১৮ অপরাহ্ণ / ১৪১
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী চিরিঙ্গা হাইওয়ে পুলিশ আজ ২২শে অক্টোবর (শনিবার) বেলা ১১ টায় “আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি” এ শ্লোগানে র‍্যালীটি চকরিয়ার প্রধান সড়কগুলো পদক্ষিণ করেন।

চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত ইনচার্জ খোকন কান্তি রুদ্র সভাপতিত্বে র‍্যালীটি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, হারবাং ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মেহেরাজ উদ্দিন মিরাজ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির আহাম্মদ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আজাদ,

চিরিঙ্গা হাইওয়েপুলিশ ফাঁড়ীর কমিউনিটি পুলিশের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন,পেকুয়ার শ্রমিক নেতা মোহাম্মদ আবু মুছা, আলীকদমের শ্রমিক নেতা মোহাম্মদ রফিক উদ্দিন, পেকুয়ার মোহাম্মদ আফছার উদ্দিন ও মোহাম্মদ ইউনুছ মিয়া প্রমুখ সহ চকরিয়ার বিভিন্ন মোটর শ্রমিক গণ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর / শফিউল আলম