ইবিতে গুচ্ছের ‘ক‘ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়

৩০ জুলাই, ২০২২, ২ years আগে

ইবিতে গুচ্ছের ‘ক‘ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইবি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪,১৯৩ জন শিক্ষার্থী। যা ইবি কেন্দ্রে মোট আবেদনকারীর ৯৬.৫%। শনিবার (৩০ জুলাই ) বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান প্রমূখ।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, গুচ্ছ পরীক্ষা ঘিরে আমরা সাধ্যমতো আয়োজনের চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। এখন ভালোমন্দের বিচার শিক্ষার্থী ও অভিভাবকরা করবে।

তবে কখনোই একাডেমিক স্ট্যান্ডার্ড কম্প্রোমাইজ করে নয়। সেটাই আমাদের বিবেচনার বিষয়। তবে আজ হোক বা কাল হোক যুগের সাথে বা দুনিয়ার অন্যান্যদের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমার বিশ্বাস এই পদ্ধতিতেই একদিন আমাদের সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে।

ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোন অনাকাঙ্খিত ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে।

পত্রিকাএকাত্তর /সামী আল সাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news