মিয়ানমার সীমান্ত দিয়ে আনা অবৈধ ৪৪টি গরু ও ২৮টি মহিষ জব্দ

জেলা প্রতিনিধি, বান্দরবান

৩১ জুলাই, ২০২২, ২ years আগে

মিয়ানমার সীমান্ত দিয়ে আনা অবৈধ ৪৪টি গরু ও ২৮টি মহিষ জব্দ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আনা ৪৪ টি গরু ও ২৮ টি মহিষ জব্দ করেছে আলীকদম ব্যটলিয়ান ৫৭ বিজিবি। আজ রবিবার (৩১ জুলাই ২০২২ইং) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ব্যটলিয়ান ৫৭ বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই শুক্রবার রাতে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাচামৃত চর এলাকায় মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আনা ৪৪টি গরু ও ২৮টি মহিষ পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট, পুলিশ এবং (৫৭) বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেন।

এসময় পাচারকারীরা বিজিবির উপস্তিতি টের পেয়ে গরু ও মুহিষ উক্ত স্থানে রেখে দ্রত পালিয়ে যায়। পরে জব্দকৃত গরু ও মহিষ গুলো ৫৭ বিজিবির দপ্তরে হস্তান্তর করা হয়।

আলীকদম ৫৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর শাহ মো.শাকিল আলম জানান, অবৈধ ভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তের চোরাই পথদিয়ে পাচারের উদ্দেশ্য আনা এইসব গরু ও মহিষ জব্দ করা হয়েছ। আগামীতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পত্রিকাএকাত্তর /জমির উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news