পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২৮/১০/২০২২, ১২:২০ অপরাহ্ণ / ৪৩১
পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার থানায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ।

বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) বিকালে ডোমার থানা চত্বরে অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী’র পরিকল্পনায় পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষার জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চরক্তচাপ নির্ণয় ও ইসিজি পরীক্ষার মাধ্যমে রিপোর্ট ও সেবা প্রদান করেন—নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম এ সুজন।

মেডিকেল ক্যাম্প কার্যক্রমে উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, ট্রাফিক ইন্সপেক্টর মোকাররম হোসেন সরকার, এসআই ঠাকুরদাস রায়, কমলেশ চন্দ্র রায়, রেজাউল করিম, লুৎফর রহমান, এএসআই নুরুল হুদা, মিজানুর রহমান, নির্মল রায় সহ থানার সকল পুলিশ সদস্যরা।

এ-ব্যাপারে ডোমার থানার ওসি  মাহমুদ উন নবী বলেন, আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষা প্রয়োজনে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি মাসে মেডিকেল ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যাতে করে আমরা সকল সদস্যগণ সুস্থ্য থেকে এলাকার সাধারণ মানুষকে তৎপরতার সাথে আইনি সেবা প্রদান করতে পারি।

পত্রিকা একাত্তর/রিশাদ