আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গন সমাবেশ সফল করতে পটুয়াখালী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে স্থানীয় বধুয়া কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চলনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহা সচিব হাবিব – উন- নবী খান সোহেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক কুদ্দুসের রহমান, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন প্রমুখ।
সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি,আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হত্যা,হামলা, মামলা,ও পুলিশের অন্যাযভাবে গুলিবর্ষণ ছাত্র দল ও যুবদলের নেতা কর্মিদের হত্যার প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন বিভাগীয় সমাবেশে সরকার যদি বাঁধা দেয়ার চেষ্টা করে তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। নেতা কর্মীদের বিভাগীয় সমাবেশে সফল করার আহবান জানান নেতারা।
পত্রিকা একাত্তর / মিজানুর রহমান অপু
আপনার মতামত লিখুন :