আজ ৩০ই অক্টোবর রবিবার সকালে উপজেলা তারাকান্দার ময়মনসিংহ শেরপুর মহাসড়কে বঙ্গবন্ধু কলেজ গেইটের সামনে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে।
শেরপুর থেকে ঢাকা গামী সোনারবাংলা বাসের সাথে একটি সাইকেল দুর্ঘটনায় রিয়াদ হাসানের মৃত্যু ঘটে। জানা গেছে, এক্সিডেন্ট এর পরপরই বাসের স্টাফ সবাই পালিয়ে যায়। স্থানীয় লোকজন এর সহযোগিতায় বাসটিকে থানা হেফাজতে নিয়ে গেছে তারাকান্দা থানা পুলিশ।
তথ্যসূত্রে জানা যায়, মৃত ব্যক্তি মোঃ রিয়াদ হাসান তারাকান্দার ধলীরকান্দা, বনপলাশিয়া পূর্ব পাড়া গ্রামের মোঃ ফরিদুল ইসলাম রিমন মাস্টারের ছোট ভাই। আজ সকালে তারাকান্দা কলেজ গেইট এর সামনে সোনার বাংলা বাসের সাথে এক মর্মান্তিক এক্সিডেন্ট করে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাই।
পত্রিকা একাত্তর / হুমায়ুন কবীর
আপনার মতামত লিখুন :